শুধুই মিথ্যে প্রহসন
আশার তরি এখন খুব ভারি
স্বপ্ন দেখতে ভুলে গেছে শোষিতরা।
লাখ শহীদের আত্মার প্রশান্তি
কেরে নিয়েছে নরশকুন, দুর্বৃত্তরা।
এর জন্যই কি ? ত্রিশ লক্ষ শহীদ জীবন দিল
দুই লক্ষ নারী ইজ্জত বিসর্জন দিল
এর নামই কি স্বাধীনতা ?
হে বাংলা, তুমি কি সত্যিই ফুরিয়ে গেছ ?
তোমর বুকে কি সেই সন্তান জন্ম নেবে না ?
যে ধরবে তোমার হাল
উড়বে সুখের পাল।
কঠোর হস্তে দমন করবে
শোষকের দল।
যার হাত ধরেই
আমরা আবার অর্জন করব স্বাধীনতা।
বহি:শত্রুর হাত থেকে নয়
শোষক দয়ের হত থেকে করব দেশ রক্ষা।
অর্জিত হবে
সত্যিকারের স্বাধীনতা।
সুউচ্চ স্বরে বলব
তুমি কোন শোষকের নয়
আমার মায়ের দেশ
"বাংলাদেশ"
(জুয়েল খান)
(জুয়েল খান)
No comments:
Post a Comment