Translate

Saturday, March 30, 2013

**** সন্ধান ****


জানি, একদিন কিছুই থাকবে না,
না আমি, না তুমি; না আমাদের দুঃসময় ।
সন্ধ্যেবেলায় ক্লান্ত হয়ে ঘরে ফেরার মতই
আমরা, আমাদের আনুসঙ্গিকতা ফিরে যাবে
ঠিকানাহীন কোনো অজানায় ।

জানি, এমনই হয় । কিন্তু
আমাদের স্পর্শহীন উষ্ণ আবেগ আর
ওই বুকের মধ্যিখানে গুমরে কাঁদা ব্যাথাটা ?
আমি খুঁজেই পাই না, এর সমাপ্তি কোথায় !
জানো ? খুব করে খুঁজি আমি এদের প্রান্ত;
তুমি কি খুঁজেছ' এমন করে ?
  
 ## জানো ? আজ বড় একা আমি ।
বড় একা আমি তোমার প্রতীক্ষায় ... জানি ............

No comments:

Post a Comment