Translate

Saturday, March 30, 2013

ভালোবাসা তুমি কি ?

আজ সময় কাটছে হাজারো প্রশ্ন নিয়ে
এই প্রশ্ন; সেই প্রশ্ন; কত কি?
মস্ত্মিষ্ক নিলো একটি শব্দ
ভালোবাসা .. .. .. !!!!!!!!!

ভালোবাসা কে সুধাই কে তুমি?
ভালোবাসা উত্তর দিলোনা... ..
আবার প্রশ্ন করি?
ভালোবাসা তুমি কি?

একটু থেমে.. মনকে প্রশ্ন করলাম
তুমি কি জানো ভালোবাসা কি?
অনেক অপেÿার পর উত্তর আসেলো
না.. জানি না. ...

তুমি ভালোবাসো কেন?
এবারো সেই এক ই উত্তর জানি না;
বিরক্ত লাগলো ... ..!!!
মানুষ অনেক কারনে ভালোবাসে
কেই ঘড় বাঁধতে
কেউ কাছে পেতে;
কেউ স্পর্শ পেতে!
কেউ সান্নিধ্য পেতে;
কেউ অন্যকে দেখে
কেউ নাকি ভালোবাসার জন্যই ভালোবাসে

কেউ প্রতারনার ফাঁদ পাতে
ভালোবাসার ছলে ... .. .
কেউ আবার ভালোবাসে ভালোবাসা পেতে;
কেউ কেউ নাকি প্রতিদান দিতে ও ভালোবাসে!!!

তুমি কেন ভালোবাস?
উত্তর এলোনা .. ..
কোন কারনে নিউরনগুলো কি বিরক্ত বোধ করছে?
নাকি হারিয়ে যাচ্ছে নিকোটিনের ভালোবাসার ছলে?

**** সন্ধান ****


জানি, একদিন কিছুই থাকবে না,
না আমি, না তুমি; না আমাদের দুঃসময় ।
সন্ধ্যেবেলায় ক্লান্ত হয়ে ঘরে ফেরার মতই
আমরা, আমাদের আনুসঙ্গিকতা ফিরে যাবে
ঠিকানাহীন কোনো অজানায় ।

জানি, এমনই হয় । কিন্তু
আমাদের স্পর্শহীন উষ্ণ আবেগ আর
ওই বুকের মধ্যিখানে গুমরে কাঁদা ব্যাথাটা ?
আমি খুঁজেই পাই না, এর সমাপ্তি কোথায় !
জানো ? খুব করে খুঁজি আমি এদের প্রান্ত;
তুমি কি খুঁজেছ' এমন করে ?
  
 ## জানো ? আজ বড় একা আমি ।
বড় একা আমি তোমার প্রতীক্ষায় ... জানি ............

“Tobuo Valobasi”


“Tobuo Valobasi”

Aami aamar valobasar naam diyechi aalo
Majhe aadhar naame bondhu, tobuo basi valo.
Kovu pabo naa jani, jani kakhonoi pabo naa
Tobu cheye jabo shudhu vebe ofuraan vabna.
Aalo sheshe aadhar aabar aadhar sheshe aalo
Tai kakhono pabo naa jene tobuo basi valo.

Aami aamar priyar naam dilam chaya
Naam diyechi bondhu, mishiye diyechi maya.
Kovu pabo naa jani, jani kakhonoi pabo naa
Tobuo chai taare hok taa oleek basona.
Aalor jonyo maya re bondhu, aalor jonyo maya
Aalor majhe abosheshe hariye jaay chaya.
                                                  (Jwel Khan)

**** শুধুই মিথ্যে প্রহসন ****

শুধুই মিথ্যে প্রহসন 

 

আশার তরি এখন খুব ভারি 
স্বপ্ন দেখতে ভুলে গেছে শোষিতরা।
লাখ শহীদের আত্মার প্রশান্তি
কেরে নিয়েছে নরশকুন, দুর্বৃত্তরা।
এর জন্যই কি ? ত্রিশ লক্ষ শহীদ জীবন দিল
দুই লক্ষ নারী ইজ্জত বিসর্জন দিল
এর নামই কি স্বাধীনতা ?
হে বাংলা, তুমি কি সত্যিই ফুরিয়ে গেছ ?
তোমর বুকে কি সেই সন্তান জন্ম নেবে না ?
যে ধরবে তোমার হাল
উড়বে সুখের পাল।
কঠোর হস্তে দমন করবে
শোষকের দল।
যার হাত ধরেই
আমরা আবার অর্জন করব স্বাধীনতা।
বহি:শত্রুর হাত থেকে নয়
শোষক দয়ের হত থেকে করব দেশ রক্ষা।
অর্জিত হবে
সত্যিকারের স্বাধীনতা।
সুউচ্চ স্বরে বলব
তুমি কোন শোষকের নয়
আমার মায়ের দেশ
"বাংলাদেশ"
                           (জুয়েল খান)