আজও
মাঝে
মাঝে
কান্না
পায়!
অকারনে , অবেলায় , অসময়
সব পদাবলি থমকে দাঁড়ায় ;
কাগজে কলমে একরাশ নিরবতা বয়ে যায় !
প্রত্যক্ষ করি আপন হৃদয়ের ভিতগুলোর
একে একে ধ্বসে পড়া জীর্ন কাঠামো
আর তার কাতর হাতছানি ;
সে কাতরতা যে আমায় আরও চুর্ন করে দেয় ,
আরও নড়বড়ে করে দেয় -
আজও টলমলে পায়ে দাঁড়িয়ে থাকা বিশ্বাসগুলোকে !
আমার হৃদয় ডুকরে কেঁদে বলে ,
" ও কাতরতা ! তুমি আমাতে থেকেও জাননি ,
অতটুকুই যে আমার শেষ সম্বল ? "
### হেরে গেলাম ; আমায় ক্ষমা কোরো ...
অকারনে , অবেলায় , অসময়
সব পদাবলি থমকে দাঁড়ায় ;
কাগজে কলমে একরাশ নিরবতা বয়ে যায় !
প্রত্যক্ষ করি আপন হৃদয়ের ভিতগুলোর
একে একে ধ্বসে পড়া জীর্ন কাঠামো
আর তার কাতর হাতছানি ;
সে কাতরতা যে আমায় আরও চুর্ন করে দেয় ,
আরও নড়বড়ে করে দেয় -
আজও টলমলে পায়ে দাঁড়িয়ে থাকা বিশ্বাসগুলোকে !
আমার হৃদয় ডুকরে কেঁদে বলে ,
" ও কাতরতা ! তুমি আমাতে থেকেও জাননি ,
অতটুকুই যে আমার শেষ সম্বল ? "
### হেরে গেলাম ; আমায় ক্ষমা কোরো ...
শুধু
জেনো
আমৃত্যু
তোমাতেই
আমার
ভালোবাসা
ছুঁয়ে
যাবে
...
No comments:
Post a Comment