ফিরে আসার আগের দিন গুলো?
উফ্! সে যে শুধু বিভীষিকা..গো!!
পাতা নড়েনি কোনো,
চাতকের তারস্বরে ক্রিয়া ক্রন্দন,
আকাশের ভার করা মুখে
ছিলনা যে হ্রিদস্পন্দন।।
সকাল দুপুর সাঁঝে বেচে থাকা ছিল শক্ত।
থেকে থেকে খেয়ে জল, দিন রাত ঘরমাক্ত।।
প্রভাতে কিম্বা রাতে, তড়িত ছিল না সাথে
মশকের গানে গানে সঙ্গত ঘাতেঘাতে।।
পালাতে পারলে বাঁচি, এই ছিল ভাবনাতে।
আর কি বল বলি ? এর মাঝে ছিল বিয়ে
দিবস-রজনী সাথে একাকার হলো গিয়ে।
তন্দ্রা জড়ানো চোখে,রুপসী দেখেছি চেয়ে
ঝলকানো ঝলকানি অনুরঞ্জন দিয়ে।।
প্রতপ্ত সেই দিন আর বিভীষিকা ভরা রাতে,
ফিরে ফিরে আসে মনে, আতঙ্ক সাথে সাথে।।
(জুয়েল খান)
No comments:
Post a Comment