Translate

Sunday, August 18, 2013

*** একা ***

রিমঝিম বৃষ্টিতে
বসে আছি একা,
বহুদিন পেরিয়ে গেলো
পাইনা তোমার দেখা।

সেই যে কবে হয়েছিল
তোমার সাথে দেখা,
সেই তুমি চলে গেলে
এখন আমি একা............

একলা একা আপন পথে
এক হেঁটে যাই,
একলা আমায় কেউ দেখেনা
সঙ্গি সাথী নাই.............
                               (জুয়েল খান)

No comments:

Post a Comment