Translate

Sunday, August 18, 2013

**** বাংলাদেশ ****

স্বপ্ন হারালো স্মৃতির আধাঁরে
পিশাচ গাইছে বিজয়ের গান
লাল সবুজের পতাকায় আত্মা কাঁদে
হায়ানার কন্ঠে বর্বরতার আহবান

কাঁদে শহীদ জননী
কাঁদে দেশ প্রেমিকের প্রান
স্বাধীনতা, তুমি পূর্ণতা পেলেনা
বাতাসে আজও অপমৃত্যুর ঘ্রাণ ।

স্বাধীনতা, তুমি এসেছিলে
অসংখ্য স্বাপ্নের ঝুড়ি নিয়ে,
এক দড়িয়া রক্তের বিনিময়ে,
বিরঙ্গনার বুকে পুষ্পের আঙ্গিনা হয়ে,
মজলুম বাঙ্গালির মুক্তির ফরমান নিয়ে।

স্বাধীনতা, তোমার কষ্ট ওরা বোঝেনা

                                          (জুয়েল খান)

1 comment: