Translate

Sunday, August 18, 2013

*** CRITI ***


Sei diner sei dinguli mor
Kothey gelo cole,
Korci soron dinti sudhu
Nerob choker jole.

Cole jaoea diner kotha
Jokhon mone pore,
Sokol somey vabte taki
Nejer moto kore.

Hothat dekhi criter patay
Aka ase alpona,
Ti dekhe soron holo
Sritir sei bedona,

Harie gelo criti tuko
Osim neel-e vese,
Thakbe sudhu criti tuko
Amer redoy jure......

*** TOMI SUDHU AMER ***


Tomer chok-e chok rakte-i
Sore-e nele chok;
Isse holo takhon tekhe-i
Valobasa hok.

Tomay jakhon bolbo kotha
Jorie alo mukh;
Valobasa-er prothem soea
Akto khani sukh.

Chok-er vasha moner kotha
Onek kotha-ei jote;
Tomer moner fuldane-te
Amer-e ful fote.

Moner kotha choker vasha
Sob-e eka-ker
Onek kore buje-e dile
Tumi sudhu amer.


Bristir Jol...

Megh jokhon akash seye
Bristi hoyto asbe-e,
Valobasha emon-e hoy
Sorbo sesh-a kadbe-e.

Bristi ashse; bristi ashbe
Rim-jimiye, Rim-jimiye
Tomar mone srabon jhor
Osru-sikto chokh-er kon-a

Bristir jol lagse je besh
Hat barye korso sporsho,
Abeg-ta-ke chepe rekhe
Choker jol jhorasso



Bessono Vebona....

Bolte paro
tomi ker hobe?

hoyto bolbe jani na..
hoyo bolbe

Ami tomer habo.

Aktiber o ki vebco!
batobota ke?

khakhon o showpnor razze
tomi e sukhi.....

khakhon o besonnoter arale
dhaka pore sei
showpno gulo........

hajaro chastay melano jasse na
chaler pother sei bessono
somey gulo ke........

tobe ki ?

tobe ki tomi amer
Hobe Na! ............

*** PREM ***


Prem holo jeboner surovito kasful
prem holo jeboner muse jauea sob vul
prem holo aloker sondhani muk-ti
prem holo sahos-er valobasa shuk-ti

Bataser buk jure prem ane santi
Dur kore redoer sob vul vrinti;
Mone mone valobese sur vase akash-e
Mon cay mese jai sukh vora batase.

*** VOY ***


Tumi roje misi hease
Alto coea-ey gum vangate,
sei tumi aj cole geso
nesso kore amey.

pouea na-pouer protikha-te
Akta jebon nemes-ei sesh hoy;
Asa ner-aser maje sopnera roy
Dus-sopner karone ti ato voy.

**** বাংলাদেশ ****

স্বপ্ন হারালো স্মৃতির আধাঁরে
পিশাচ গাইছে বিজয়ের গান
লাল সবুজের পতাকায় আত্মা কাঁদে
হায়ানার কন্ঠে বর্বরতার আহবান

কাঁদে শহীদ জননী
কাঁদে দেশ প্রেমিকের প্রান
স্বাধীনতা, তুমি পূর্ণতা পেলেনা
বাতাসে আজও অপমৃত্যুর ঘ্রাণ ।

স্বাধীনতা, তুমি এসেছিলে
অসংখ্য স্বাপ্নের ঝুড়ি নিয়ে,
এক দড়িয়া রক্তের বিনিময়ে,
বিরঙ্গনার বুকে পুষ্পের আঙ্গিনা হয়ে,
মজলুম বাঙ্গালির মুক্তির ফরমান নিয়ে।

স্বাধীনতা, তোমার কষ্ট ওরা বোঝেনা

                                          (জুয়েল খান)

**** স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা ****


এখনও বাংলার বুকে নির্মম সহিংসতা,
লুটেরা নিয়ে এসেছে ন্সায়ুযুদ্ধের বার্তা,
নিস্পাপ যুবতি দিবালকে হচ্ছে ধর্ষিতা।

সন্ত্রাসির গলায় ফুলের বন্যা
অসহায়ের বুকে হাহাকারের ঝরণা।
ক্ষমতার ভারে ন্যায়ের পাল¬া মলিন
ফরিয়াদির আর্তনাদ কাঠগড়ায় বিলিন।

নিতীর বাণী কাগজেই বন্দি
পিশাচ এঁকে চলেছে নব ফন্দি।
চারিদিকে ক্ষমতার মহড়া
গুটি কয়েক দিচ্ছে সততার পাহারা।

রাজনীতির নিষ্ঠুর দাবা খেলায়
মেধাবি সনি আজ জীবন হারায় ।
মানিকসাহার রক্তে রাজপথ রঙ্গিন
অপরাধি পাচ্ছে সহসা জামিন ।

নাট্ট মঞ্চকেও হার মানায়
রাজনৈতিক অঙ্গন।
মঞ্চের ভাষনে
শুধুই মিথ্যে প্রহসন।

আশার তরি এখন খুব ভারি
স্বপ্ন দেখতে ভুলে গেছে শোষিতরা।
লাখ শহীদের আত্মার প্রশান্তি
কেরে নিয়েছে নরশকুন, দুর্বৃত্তরা।

এর জন্যই কি ? ত্রিশ লক্ষ শহীদ জীবন দিল
দুই লক্ষ নারী ইজ্জত বিসর্জন দিল
এর নামই কি স্বাধীনতা ?

হে বাংলা, তুমি কি সত্যিই ফুরিয়ে গেছ ?
তোমর বুকে কি সেই সন্তান জন্ম নেবে না ?

যে ধরবে তোমার হাল
উড়বে সুখের পাল।
কঠোর হস্তে দমন করবে
শোষকের দল ।

যার হাত ধরেই
আমরা আবার অর্জন করব স্বাধীনতা।
বহি:শত্র“র হাত থেকে নয়
শোষক দয়ের হত থেকে করব দেশ রক্ষা।
অর্জিত হবে
সত্যিকারের স্বাধীনতা।
সুউচ্চ স্বরে বলব
তুমি কোন শোষকের নয়
আমার মায়ের দেশ
”বাংলাদেশ”॥

(উৎসর্গ- ৩০ লক্ষ শহীদদের)

                                           (জুয়লে খান)

***ফিরে আসার আগের দিন গুলো***


ফিরে আসার আগের দিন গুলো?
উফ্! সে যে শুধু বিভীষিকা..গো!!
পাতা নড়েনি কোনো,
চাতকের তারস্বরে ক্রিয়া ক্রন্দন,
আকাশের ভার করা মুখে
ছিলনা যে হ্রিদস্পন্দন।।

সকাল দুপুর সাঁঝে বেচে থাকা ছিল শক্ত।
থেকে থেকে খেয়ে জল, দিন রাত ঘরমাক্ত।।
প্রভাতে কিম্বা রাতে, তড়িত ছিল না সাথে
মশকের গানে গানে সঙ্গত ঘাতেঘাতে।।
পালাতে পারলে বাঁচি, এই ছিল ভাবনাতে।

আর কি বল বলি ? এর মাঝে ছিল বিয়ে
দিবস-রজনী সাথে একাকার হলো গিয়ে।
তন্দ্রা জড়ানো চোখে,রুপসী দেখেছি চেয়ে
ঝলকানো ঝলকানি অনুরঞ্জন দিয়ে।।
প্রতপ্ত সেই দিন আর বিভীষিকা ভরা রাতে,
ফিরে ফিরে আসে মনে, আতঙ্ক সাথে সাথে।।
                                           (জুয়েল খান)

*** একা ***

রিমঝিম বৃষ্টিতে
বসে আছি একা,
বহুদিন পেরিয়ে গেলো
পাইনা তোমার দেখা।

সেই যে কবে হয়েছিল
তোমার সাথে দেখা,
সেই তুমি চলে গেলে
এখন আমি একা............

একলা একা আপন পথে
এক হেঁটে যাই,
একলা আমায় কেউ দেখেনা
সঙ্গি সাথী নাই.............
                               (জুয়েল খান)

***ভালবাসা***

ভালবাসা
ভালবাসা আসলে কি?

ভালবাসা কি একটি সপ্ন?
নাকি ভালবাসা মানে দুসপ্ন?

আসলে ভালবাসা মানুসের জন্য
আর্শিবাদ নাকি অভিসাপ?

তাহলে কি বিশাদের অনুসূচনা
নাকি প্রতারনার পন্থা
অভিনয়ের কৌশল.........

নাকি বেচে থাকার সূচনা
জীবন গড়ার
নাকি দুসপ্রাপ্য কিছু পাওয়ার কামনা?

ভালবাসা মানে
মরুও ন্যায় উৎতপ্ত রিদয়..............
                                          (জুয়েল খান)

Saturday, March 30, 2013

ভালোবাসা তুমি কি ?

আজ সময় কাটছে হাজারো প্রশ্ন নিয়ে
এই প্রশ্ন; সেই প্রশ্ন; কত কি?
মস্ত্মিষ্ক নিলো একটি শব্দ
ভালোবাসা .. .. .. !!!!!!!!!

ভালোবাসা কে সুধাই কে তুমি?
ভালোবাসা উত্তর দিলোনা... ..
আবার প্রশ্ন করি?
ভালোবাসা তুমি কি?

একটু থেমে.. মনকে প্রশ্ন করলাম
তুমি কি জানো ভালোবাসা কি?
অনেক অপেÿার পর উত্তর আসেলো
না.. জানি না. ...

তুমি ভালোবাসো কেন?
এবারো সেই এক ই উত্তর জানি না;
বিরক্ত লাগলো ... ..!!!
মানুষ অনেক কারনে ভালোবাসে
কেই ঘড় বাঁধতে
কেউ কাছে পেতে;
কেউ স্পর্শ পেতে!
কেউ সান্নিধ্য পেতে;
কেউ অন্যকে দেখে
কেউ নাকি ভালোবাসার জন্যই ভালোবাসে

কেউ প্রতারনার ফাঁদ পাতে
ভালোবাসার ছলে ... .. .
কেউ আবার ভালোবাসে ভালোবাসা পেতে;
কেউ কেউ নাকি প্রতিদান দিতে ও ভালোবাসে!!!

তুমি কেন ভালোবাস?
উত্তর এলোনা .. ..
কোন কারনে নিউরনগুলো কি বিরক্ত বোধ করছে?
নাকি হারিয়ে যাচ্ছে নিকোটিনের ভালোবাসার ছলে?

**** সন্ধান ****


জানি, একদিন কিছুই থাকবে না,
না আমি, না তুমি; না আমাদের দুঃসময় ।
সন্ধ্যেবেলায় ক্লান্ত হয়ে ঘরে ফেরার মতই
আমরা, আমাদের আনুসঙ্গিকতা ফিরে যাবে
ঠিকানাহীন কোনো অজানায় ।

জানি, এমনই হয় । কিন্তু
আমাদের স্পর্শহীন উষ্ণ আবেগ আর
ওই বুকের মধ্যিখানে গুমরে কাঁদা ব্যাথাটা ?
আমি খুঁজেই পাই না, এর সমাপ্তি কোথায় !
জানো ? খুব করে খুঁজি আমি এদের প্রান্ত;
তুমি কি খুঁজেছ' এমন করে ?
  
 ## জানো ? আজ বড় একা আমি ।
বড় একা আমি তোমার প্রতীক্ষায় ... জানি ............